Friday, May 12, 2017

দাম্পত্য জীবন সুখী হতে চান?


                       
বর্তমান সময়ে সমাজের মধ্যে একটি বড় বাধা হয়ে দাড়িয়েছে দাম্পত্য জীবন। কারন,, সবাই চাই দাম্পত্য জীবন সুখী হতে। কিন্তু হাজারের মধ্যে দুই এক পরিবার দাম্পত্য জীবন সুখী হয়। বাদ বাকী গুলো শুধু পৃথিবীর মায়া জালে অভিনেতা  ও অভিনেত্রী হয়ে অভিনয় করে যায়। যদিও আমরা দেখতে পাই। তারা সবার সথে মজা করছে, হাসি তামাছা ও নানা ধরনের দেখতে পাচ্ছি। কিন্তু তার ভিতরের অন্তর যে পুড়ে যাচ্ছে দেখার কেউ নেই। কারন, সেও অভিনয় করার মত শক্তি পেয়েছে। কিন্তু যখন একাকী কোন সময়ে তার কাছে আছে সেই দুঃখ গুলো প্রকৃতি দেখতে পাই। 
সংসার সবাই করে। সংসার যখন রচনা করা হয় তখন দেখবেন। কত উৎসব, কত বাজনা, আর কত খানা পিনা আর কত ধরনের লাইটিং ব্যাবস্থা আর কত কি চোখ ধাধানো রকমারী উৎসব। কিন্তু সেটা  পরক্ষনে যখন চলে যায় চলে আসে শুধু হাহাকার। সেই হাহাকারে সবাই পুড়ে মরছে এবং অন্যকেও পুড়াচ্ছে। 
যদি কেউ পুড়ে তখন তাকে এই তিনটি জিনিস মনে রাখলে চলবে। 
১. আত্মবিশ্বাস
২. যথা লাভে সন্তুষ্ঠ
৩. সন্দেহ প্রবন না হওয়া

এই গুলো বিস্তারিত আলোচনা না করলে কেউ বুঝতে পারবে না, হয়তো তাই আলোচনা করলাম।
১. আত্মবিশ্বাসঃ-  আপনারা  জানেন মানুষ বিশ্বাসের উপরে দাড়িয়ে কাজ করছে। আপনি যা কিছু করছেন তা সব কিছু বিশ্বাস ওপর নির্ভর করে কাজ করে। যেমন- আমি একটি কোম্পানি বা ব্যাংকে যে কোন প্রতিষ্ঠানে কাজ করছি। কেন কাজ করছি? তারা মাসে আমাকে কিছু সম্মানী বা বেতন দিবে। আপনি যখন কোন প্রতিষ্ঠানে ডুকবেন। ডুকার সাথে সাথে টাকা দিবে না। একমাস পরে আপনাকে যা বেতন ধরা হয়েছে তা আপনাকে শোধ করবে। এই একমাস কার উপর ভিত্তি করে কাজ করেছেন। টাকার উপরে না বিশ্বাসের উপরে। আমি নির্দ্বিধায় বলবো আপনি বিশ্বাসের উপর বসে কাজ করেছেন। যখন আপনি সম্মানি পেয়েছেন তাহলে আপনার আরো বিশ্বাস বেড়ে গেল। তারপর আপনি আবার ভালো করে কাজ করার প্রয়াস করবেন। ঠিক তেমনি আপনি যাকে বিয়ে করেছেন। তার জন্য বড় প্রয়োজন   আত্ম বিশ্বাস। কারন, আপনার যখন নিজের প্রতি বিশ্বাস থাকবে। আপনি যে কোনকে বিশ্বাস করতে পারবেন।তাই আপানার দাম্পত্য জীবনে সুখী হতে হলে প্রথম প্রয়োজন আত্ম বিশ্বাস

২. যথা লাভে সন্তুষ্ঠঃ- আপনি যা লাভ করেছেন। তাতেই সন্তুষ্ঠ থাকাটা উত্তম এবং শ্রেয়। আপনি এমন একজন বৌ পেয়েছেন। আপনার কিছুতেই পছন্দ না। আপনি তাহাকে পছন্দ করতেন না। পারিবারিক থেকে জোর করে বিয়ে করে দিয়েছে। তাই আপনাকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে। যখন বিয়ে হয়ে গেছে। আপনার আর কিছু করার নেই। তাই আপশোস বা অনুতাপ বা অনশোচনা করে লাভ নেই। যদি আপনি যার সাথে বিয়ে হয়েছে। তার সাথে প্রতিদিন ঝগড়া ঝাটি করতে থাকেন। তাহলে আপনিও যেমন সুখী নই। আপনার পরিবারও সুখী নই। অথচ সুখের জন্য আপনাকে সংসার রচনা করা হয়েছে। বরং সব আশা জলাঞ্জলী দিয়ে তার সাথে সুন্দর সংসার রচনা করুন। কারন, আপনি হয়তো তাকেই নিয়েই বড় ধরনের সুখী হতে পারবেন। 

৩. সন্দেহ প্রবন না হওয়াঃ- সংসার জীবনে সবচাইতে এটি বেশি গুরত্ববহ। কারন, এই কারনে বেশির ভাগ দাম্পত্য জীবন কলাহল হয়। স্বামী স্ত্রীকে সন্দেহ করছে আর স্ত্রী স্বামীকে সন্দেহ করছে। সেটা কারনে বা অকারেনে হোক। কিন্তু যখন আপনি সন্দেহ করতে শুরু করেছেন আপনি তাকে সব কাজে সন্দেহ করতে শুরু করবেন। যদি কোন সন্দেহ মুলক পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি হয় তাহলে সবার অগচোরে স্বামী স্ত্রী একটি জায়গায় বসে কথা বলতে পারে। তাদের সন্দেহ কথা। যখন দুই জনের মধ্যে একটি কথা হবে। তখন সব জামেলা সমাধান। যদি সমাধান না হয় তাহলে তৃতীয় পক্ষকে ধরে নিয়ে সমাধান করার প্রয়াস করুন। কিন্তু তৃতীয় পক্ষ মানুষটি হবে আপনাদের একান্ত আত্মীয় এবং আপনাদের গুরু জন। তাদের পরমর্শে নেওয়া অত্যান্ত দরকার। তাই দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে সন্দেহ প্রবনটা কমে নিয়ে আসতে হবে।

No comments:

Post a Comment

দার্জিলিং ঘুরে আসা নতুন অভিজ্ঞতা

কয়েক দিন যাবৎ মন মানসিকতা তেমন কোন ভাল ছিল না। আর সেই ফাকে কোথাও যাওয়া হচ্ছে না। এই রকম চিন্তা করতে করতে। হঠাৎ আমার ফোন বেজে উঠল। দেখি আ...